Sep 11, 2024
দর্শন ছাত্র সংসদ নির্বাচন ২০২৪
দর্শন ছাত্র সংসদ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
তারিখ. ১১-০৯-২০২৪
সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচেছ যে, আগামীকাল ১২ সেপ্টেম্বর ২০২৪ ইং, দর্শন ছাত্র সংসদ নির্বাচন-২০২৪ অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এই নির্বাচনটি বর্তমান সময়ে খুবই তাৎপর্যপূর্ণ বিশেষত দলীয় রাজনীতির প্রভাব মুক্ত হয়ে বুদ্ধিবৃত্তিক নেতৃত্বের বিকাশের জন্য। দর্শন ছাত্র সংসদ গঠনতন্ত্র-২০২৪ এর আলোকে আয়োজিত এ নির্বাচনী প্রক্রিয়ায় প্রার্থীগণ নির্দিষ্ট পদের কার্যাবলীর উপর গুরুত্ব দিয়ে নিজ নিজ ইশতেহার প্রদান করে। সে হিসেবে আজ ১১.০৯-২০২৪ তারিখ দর্শন ছাত্র সংসদ নির্বাচন কমিশনের আয়োজনে প্রার্থীগণ নির্বাচন বিতর্কে অংশগ্রহণ করেন। নির্বাচনী বিতর্কে প্রার্থীগণ উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী অপরাপর প্রার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তে দেন। লেজুরবৃত্তিক দলীয় রাজনীতির বাইরে গিয়ে ইস্যুভিত্তিক বুদ্ধিবৃত্তিক চর্চার এটি এক অন্যতম নিদর্শন বলে মনে করেন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। সকল শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে আজ শেষ হয় ব্যতিক্রমি বুদ্ধিবৃত্তিক এই নির্বাচনী প্রচারণা। এই বিতর্কে সম্মানিত শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ড, মনজুর ইলাহি, অধ্যাপক জহির রায়হান, ইতিহাস বিভাগের অধ্যাপক ড, মো. গোলাম রব্বানী, অধ্যাপক মাহমুদা আকন্দ ও ছাত্র সংসদের ভারপ্রাপ্ত শিক্ষক জনাব মোহাম্মদ উল্লাহ।
নির্বাচনী বিতর্কে সম্মানিত মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক মাহমুদা আকন্দ। তাঁর প্রাণবন্ত বিচারিক বিচক্ষণতায় অনুষ্ঠানটি আকষর্ণীয় হয়ে উঠে। সকাল ১১টায় শুরু হয়ে অনুষ্ঠান টি বিকেল ৫টায় শেষ হয়। বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মুনির হোসেন তালুকদার অত্যন্ত আন্তরিকতার সাথে সার্বিক বিষয়ে সহযোগিতা করেন।
আগামী কাল নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে সকাল ১০:০০ ঘটিকায় এবং শেষ হবে বিকাল ৩:০০ ঘটিকায়।
চার সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনে আছেন দর্শন ছাত্র সংসদের ভারপ্রাপ্ত শিক্ষক জনাব মোহাম্মদ উল্লাহ (প্রধান নিবাচন কমিশনার), ও নির্বাচন কমিশনার হিসেবে আছেন অধ্যাপক মো. জহির রায়হান, অধ্যাপক ড. মো. শওকত হোসেন ও অধ্যাপক মাহমুদা আকন্দ।
আগামী কালের অনুষ্ঠিতব্য এই নির্বাচনে সম্মানিত সাংবাদিকবৃন্দকে আমন্ত্রণ জানানো হয়েছে।
ভারপ্রাপ্ত শিক্ষক
দর্শন ছাত্র সংসদ
- The Election Debate for Philosophy Student Union election-2024 has been done successfully
- The Chairman and the faculty members of Philosophy Department meet Vice Chancellor of Jahangirnagar University, Professor Dr. Mohammad Kamrul Ahsan
- On 5th September 2024, eminent faculty of philosophy Professor Dr. Mohammad Kamrul Ahsan has been appointed as the Vice Chancellor of Jahangirnagar University, Savar, Dhaka, Bangladesh. Heartiest congratulations to the respected Vice Chancellor from the Chairman, faculty, staff and students of philosophy department. We wish under Professor Dr. Mohammad Kamrul Ahsan’s learned leadership JU will be an institution of global excellence.
- Professor Dr. Md. Munir Hossain Talukder has been appointed as the Chair of the Department of Philosophy
- আগামী ৩০ শে আগস্ট 2022 "State, Identity and Diaspora in Tanvir Mokammel's Films" বইয়ের প্রকাশনা উৎসব।
- The Book "State, Identity and Diaspora in Tanvir Mokammel's Films" authored by Muhammad Ullah has been published by the Bangladesh Film Archive, Ministry of Information and Broadcasting
- Professor Dr. A S M Anwarullah Bhuiyan will deliver lecture on "Importance of Value and Ethics in Contemporary Society" in One Day International Webinar in West-Bengal, India
- Professor Dr. Munir Hossain Talukder along with others published an article on Philosophy, Ethics and Humanities in Medicine
- Professor Dr. ASM Anwarullah Bhuiyan pubilshed a research article in Bioethics Journal
- Professor Dr. A.S.M Anwarullah Bhuiyan has taken the charge of the department